Wednesday , 26 July 2017
Home / Islam / শনি ও সোমবার সহবাস করলে কি ক্ষতি হয়? বিজ্ঞানে যেসব তথ্যের ভিত্তি নেই

শনি ও সোমবার সহবাস করলে কি ক্ষতি হয়? বিজ্ঞানে যেসব তথ্যের ভিত্তি নেই

Loading...

উত্তরঃ বিজ্ঞানে এই সব তথ্যের কোন ভিত্তি নেই। সপ্তাহের ৭ টি দিনই শুভদিন। এই দিন শুভ, অমুক দিন অশুভ, এরকম দ্বিমুখী কথা কেও বলে না। সপ্তাহের ৭টি দিন মহান আল্লাহই সৃষ্টি করেছেন। সোমবার যদি অশুভ হতো, তাহলে এই দিনে মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) দুনিয়াতে আগমন করতেন না।

ফরজ গোসলের সময় নারীদের চুলের বেণী খুলতে হবে কিনা?

অর্থাৎ, কোন দিনই অশুভ নয়। তাই, অন্ধতা পরিহার করুণ। সঠিক জ্ঞান অর্জন করুণ। একদল মূর্খরা কি বললো তা বিশ্বাস না করে বরং কোন কিছু জানার প্রয়োজন হলে ভালো একজন আলেমের সাহায্য নিন।

Loading...

আমাদের সমাজের অনেক মূর্খ আছে, যারা হিন্দুদের মতো বলে এই দিনে এটা করতে নেই, ওটা করে নেই। করলে অনেক ক্ষতি হয়। কিন্তু কি ক্ষতি হয় সেটা বলে না। দাঁড়িয়ে সহবাস করার সম্পর্কে জানতে আমাদের আগের দেওয়া উত্তর টি পড়ুন।

আপনার সেক্স জনিত যেকোন প্রশ্ন ও স্বাস্থ্য তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।

মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।

অবৈধ শারীরিক সম্পর্কের ইসলামে শাস্তি বিধান জেনে নিন এবং সাবধান হোন

Facebook Comments

Leave a Reply