Saturday , 20 January 2018

কোথায় হারিয়ে গেলেন মিঠুন?‌ কোথায় আছেন এখন তিনি? জানলে আপনার মন খারাপ হয়ে যাবে!

Loading...

শেষবার পর্দায় দেখা গেছিল সোনাক্ষী সিনহার ‌‘‌আকিরা’‌ ছবিতে। তার পর থেকেই গায়েব মিঠুন চক্রবর্তী। কোনো রিয়েলিটি শো-তেও দেখা যায়নি। ‘‌ডান্স ইন্ডিয়া ডান্স’‌–এর নতুন সিজনেও তিনি নেই। ব্যবসার কাজও নাকি আজকাল দেখছেন না তিনি। নজর রাখছেন ছেলেরা আর স্ত্রী যোগিতা। কোথায় গেলেন এই ‘‌ডিস্কো জান্সার’‌?‌

 মা হয়েছেন অপু বিশ্বাস! জেনে নিন বর্তমানে কোথায় ও কেমন আছেন তিনি

5
 উত্তর দিলেন ম্যানেজার বিজয়। বললেন, আপাতত লস এঞ্জেলেস রয়েছেন মিঠুন। চিকিৎসার জন্য। পিঠের ব্যথায় ভুগছিলেন। ক্রমেই ব্যথাটা অসহ্য হয়ে উঠছিল। তাই লস এঞ্জেলেসেই কয়েক মাস থেকে বিশ্রাম নিতে চান। মেরুদণ্ডের হাড় সামান্য ভেঙেছে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ২০০৯ সালে চোট পেয়েছিলেন মেরুদণ্ডে।
Loading...

‘‌লাক’‌ ছবির শুটিংয়ে। ছবিতে ইমরান আর শ্রুতি হাসান ছিলেন। হেলিকপ্টার থেকে লাফ দেয়ার দৃশ্য শুট করতে গিয়েই চোট। তবে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার।

প্রেগন্যান্সিদের ফ্যাশন শোতে অন্তঃসত্ত্বা কারিনা কাপুর

সূত্র: আজকাল
Facebook Comments

Leave a Reply