Wednesday , 26 July 2017
Home / Entertainment / এবার বাণী কাপুর ও রণবীর সিং-এর নগ্ন ফটোশুট

এবার বাণী কাপুর ও রণবীর সিং-এর নগ্ন ফটোশুট

Loading...

নতুন ছবি ‘‌বেফিকরে’‌ লাগামহীন চুমু, শয্যা দৃশ্যে খোলামেলা অভিনয় করে ইতিমধ্যে বাণী কাপুর রণবীর সিং জুটি আলোচনায় এসে পড়েছেন। এবার ছবির বাইরে অন্য একটি প্রচারের জন্য নগ্ন ফটোশুট করলেন দু’‌জনে।

মেয়েদের যৌন উত্তেজনা চরমে পৌঁছানোর বয়স কত? জেনে রাখুন উপকারে আসবে

Loading...

11

বিজ্ঞাপনটি অবশ্য সিনেমা নিয়েই দর্শকদের হলে কি করা উচিত আর কি করা উচিত না, এ নিয়ে তৈরি হয়েছে সেই বিজ্ঞাপনটি। প্রথমে বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে হলে ফোন সাইলেন্ট করে রাখার কথা। পরে বলা হয়েছে, হলে বসে পপকর্ন খাওয়ার প্রসঙ্গ। তারপরেই দেখানো হয়েছে হলের মধ্যে খাওয়া-দাওয়ার পর নোংরা ডাস্টবিনে ফেলার প্রসঙ্গ। মাঝে পপকর্ন খাওয়ার অংশটিতেই একেবারে নগ্ন হয়েছেন দু’জনে।

সালমানের সাথে একি করলেন সানি লিওন, কিন্তু কেন? দেখুন ভিডিওতে

সূত্র: আজকাল
Facebook Comments

Leave a Reply