Wednesday , 24 January 2018

সৌদি আরবে প্রকাশ্যে নির্যাতনের শিকার বাংলাদেশী নারী-সরাসরি ভিডিওতে দেখুন!- প্লিজ শেয়ার করুন!

Loading...

সৌদি আরবে প্রকাশ্যে নির্যাতনের শিকার বাংলাদেশী নারী-সরাসরি ভিডিওতে দেখুন!- প্লিজ শেয়ার করুন!

 

 

 

Loading...

সৌদি আরবের আছির প্রদেশ খামিস মোসায়দ এ সৌদি নাগরিক কর্তৃক নিযার্তনের শিকার বাংলাদেশের নারী শ্রমিক । ৭ মে সন্ধ্যা রোববার ৬টায় খামিজ মোসায়দ মদিনা আসকারি ২নং নাম্বার গেটের পাশাপাশি একটি ছোট মূদির দোকানের সামনে কিছু সংখ্যক বাংলাদেশীর সামনে নারী শ্রমিককে মারধর করে সৌদি নাগরিক।সৌদি নাগরিকের পরিবারের অন্যান্য সদস্যরাও এ সময় সাথে ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌদি নাগরিক দোকানে এসেছিলেন কিছু নেওয়ার জন্য, সেই সুযোগে গাড়ির ভিতরে থাকা বাঙ্গালী নারী গাড়ি থেকে দৌড়ে দোকানের ভিতরে প্রবেশ করে চিৎকার করে বলতে থাকেন ভাই, বাবা আমাকে বাঁচান আমাকে এরা মেরে ফেলবে।

দোকানের ভিতরে থাকা বাংলাদেশীরা কী সমস্যা জানতে চাইলে তিনি জানান, আমি সৌদি আরব এসেছি ২৫/০৪/২০১৬ তারিখে ।আসার পর থেকে এই সৌদি আমারে মারধর করে শারীরিক নির্যাতন করে ভাই আমারে বাঁচান।

এই কথা বলতেই সৌদি নাগরিক জোর করে তাকে গাড়িতে তুলার জন্যে চেষ্টা করে, না উঠতে চাইলে মারধর শুরু করে প্রকাশ্য । বাংলাদেশীদের সামনে টেনে হেচরে গাড়িতে তুলে, দ্রুত গাড়ি ছেড়ে পালিয়ে যায় । নাম ঠিকানা অচেনা এই নারীর ভাগ্যে কি হবে আমরা হয়তো কেউ জানি না ?

 

Facebook Comments

Leave a Reply