Monday , 23 October 2017

মুখের অনাকাঙ্ক্ষিত কালো দাগ দূর করার ৩ টি সহজ উপায়

Loading...

মুখ আমাদের শরীরের সবচাইতে সুন্দর অঙ্গ। আর তাই যদি এই মুখে কোন কালো দাগ black spots দেখা দেয় তা আমাদের কাম্য নয় কিছুতেই। এই কালো ছোপ ছোপ দাগ black spots যা অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়ে যায়, সৌন্দর্যহানির মুখ্য কারণ হয়। অবশ্য আছে কিছু সহজ উপায় যা পালন করলে আপনি উপকার পাবেন। জেনে নিন ৩টি সহজ পদ্ধতি।

১. ২ চামচ বেসন, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১ চামচ চন্দন গুড়ো এবং ১ চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করুন। এবার এটা মুখে, ঘাড়ে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

Loading...

২. একটি ছোট আকারের আপেল কেটে এটা মুখে, ঘাড়ে, গলায় লাগিয়ে ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এইভাবে ব্যবহার করুন। কালো দাগ দূর ও ত্বক উজ্জ্বল হবে।

৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলার রস মেশান। এবার মিশ্রণটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Facebook Comments

Leave a Reply