Friday , 23 February 2018

সুমধুর আজান শুনেই ইসলাম গ্রহণ করলেন এক স্কটিশ

Loading...

পবিত্র ইসলাম গ্রহণ করেছেন এক স্কটিশ। মসজিদে দেয়া হচ্ছিল আজান। আজানের সুমধুর ধ্বনি শুনেই ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি।

দুরুদ শরীফের অসামান্য বরকত জেনে নিন

স্কটল্যান্ডের এই মধ্যবয়সী যুবকের খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো।

দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকায় বলা হয়, তুরস্কে বেড়াতে যান রবার্ট।

সেখানে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তখন মসজিদ থেকে আসা পবিত্র আজানের ধ্বনি শুনতে পান তিনি।

আজান শুনেই অবাক হয়ে যান স্কটল্যান্ডেন রবার্ট। দেশে ফিরে একটি বইয়ের দোকান থেকে একটি কোরআন শরীফ কিনে বাসায় আনেন তিনি।

৩ বার ইংরেজিতে অনূদিত এই পুরো কোরআন শরীফ পড়েন তিনি। অনেক সময় লুকিয়ে লুকিয়ে পড়তেন তিনি। দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকায় বলা হয়, এর পরে অনলাইনে নও মুসলিদের নিয়ে গবেষণা করেন তিনি।

ইসলামি গান শুনেন রাবার্ট। সবকিছুর পর ভালো লেগে যায় তার। খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

পরে নিজ শহর ইনভেরনেসে একটি ছোট মসজিদ খুঁজে বের করেন। সেখানের ইমামের হাতে বয়াত হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি।

হযরত আজরাঈল আ. কে হযরত মূসা আ.-এর থাপ্পর মারার ঘটনা

Facebook Comments

Leave a Reply